ময়মনসিংহে মো. শাহীন (২৮) নামে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে নগরীর আকুয়া বাইপাস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (৬ ডিসেম্বর) ময়মনসিংহ র্যাবের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি জেলার মুক্তাগাছা উপজেলার রাইথুরা গ্রামের মৃত আ. করিমের ছেলে।
এ বিষয়ে র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জুনাইদ আফ্রাদ বলেন, নিয়মিত টহলের অংশ হিসাবে শনিবার রাতে র্যাবের একটি দল জানতে পারে, নগরীর আকুয়া বাইপাস মোড়ে স্থানীয়রা একজন ডিবি পুলিশ ধরেছে। এমন সংবাদের ভিত্তিতে আকুয়া বাইপাস মোড়ে গিয়ে শাহীনকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মিলে ডিবি পুলিশের জ্যাকেট পরে জেলার বিভিন্ন জায়গায় মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে এবং অপহরণ করে মুক্তিপণ আদায়ের মত কাজও তারা করে আসছে।
শহীনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসপি জুনাইদ আফ্রাদ।